ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজনৈতিক উদ্দেশ্যে উগ্রবাদকে ব্যবহারের আশঙ্কা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
রাজনৈতিক উদ্দেশ্যে উগ্রবাদকে ব্যবহারের আশঙ্কা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়: উগ্রবাদকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানোর আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সোমবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

উপাচার্য বলেন, ২০১৮ সাল নির্বাচনের বছরে, গণতন্ত্রায়নের বছরে নানাবিধ অপশক্তির উত্থান ঘটবে। সেখানে কেউ হয়তোবা উগ্রবাদের উত্থান ঘটাবে। উগ্রবাদকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো হতে পারে। এ থেকে কেউ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করবে।

নির্বাচনী বছরে আরও সতর্কতার সঙ্গে জঙ্গিবাদ মোকাবেলার পরামর্শ দিয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে মানে না, গণতান্ত্রিক চেতনাকে বাধাগ্রস্থ করতে চায়, তারাই বিজ্ঞান মনস্ক মানুষের প্রতি বারবার আঘাত হানে। তারই ধারবাহিকতায় অধ্যাপক জাফর ইকবালের মতো মানুষদের প্রতি আঘাত করা হয়েছে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, সামাজিক বিজ্ঞান অনষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক মুহাম্মদ সামাদ, অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ, অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক এজেএম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।