ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আউশনারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আউশনারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব আউশনারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব

মধুপুর (টাঙ্গাইল): প্রতিষ্ঠার ৫০তম বছরে মধুপুর উপজেলার ম্যাধমিক শিক্ষা প্রতিষ্ঠান আউশনারা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় সুবর্ণ জয়ন্তীর বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিদ্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় ক্যাম্পাসে পুনরায় ফিরে আসে।

আয়োজকেরা জানান, স্বাধীনতা অর্জনের তিন বছর পূর্বে ১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন হয়। এতে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি।

এরআগে সকালে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।