ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

শিক্ষা

কুয়েটের ৪ শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৬, এপ্রিল ১, ২০১৮
কুয়েটের ৪ শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

ঢাকা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 

রোববার (০১ এপ্রিল) এক শোক বার্তায় শিক্ষামন্ত্রী তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

কুয়েটের বস্ত্র প্রকৌশল বিভাগের ছাত্র তৌহিদুল ইসলাম, শাহীন মিয়া, হাফিজুর রহমান এবং দীপ্ত সরকার ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইন্টার্নশিপ প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন।


 
গত ২৪ মার্চ ভালুকায় মাস্টারবাড়ি এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলে তিনজন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়।
 
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।