সোমবার (৯ এপ্রিল) রাতে সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে বর্বরোচিত হামলা, ভাঙচুর এবং সপরিবারে উপাচার্যকে হত্যার যে প্রচেষ্টা চালানো হয় তার তীব্র নিন্দা ও হামলার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সরকারের কাছে বিচারের দাবি জানানো হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনসহ, প্রশাসনিক ভবন এবং আবাসিক এলাকাসমূহের নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়। পাশাপাশি সংবিধানে বর্ণিত ধারাসমূহের আলোকে কোটা সংস্কারের জন্য সরকার যাতে ব্যবস্থা নেন এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে আসার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এসকেবি/এনটি