বুধবার (১১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী পদযাত্রা করে। এসময় তুমুল বৃষ্টিতে ভিজে শহর অভিমুখে যাত্রা করে তারা।
সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যাও বাড়তে থাকে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কোটা পদ্ধতির সংস্কার না করা পর্যন্ত এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহার না করলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস ও পরিক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
জিপি