মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। রাজীব বিশ্বাসের আইডি নম্বর ই ১৫০৪০৪০৯২।
জানা যায়, মঙ্গলবার দুপুরে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জবি শাখা ছাত্রলীগ কর্মী এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোস্তাফিজুর রহমান মিলন নামে এক কর্মকর্তাকে মারধর করে। এ ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী তাকে স্থায়ী বহিষ্কারের দাবি জানায়।
রাজীব বিশ্বাস এ ধরণের অপরাধ করায় ইতোপূর্বে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিলো। বিশ্ববিদ্যালয়ের স্বার্থ পরিপন্থী এ ধরণের কাজ বার বার করার ফলশ্রুতিতে তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১১(১০) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এর আগে গত বছরের ১৪ নভেম্বর জবি টিএসসিতে চাঁদাবাজিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় তাকে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তবে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলেও জবি ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামের সঙ্গে তাকে সার্বক্ষণিক চলাফেরা করতে দেখা যায়।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
কেডি/জিপি