শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই অনুমোদনের পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৯৯টিতে। অনুমোদন পাওয়া দু’টি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে আছেন ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম।
অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয় দু’টি খুলনার সোনাডাঙ্গা এবং রাজশাহীর কাজলায় প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, আরো অন্তত এক ডজন বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বর্তমানে ৯৫টি একাডেমিক কার্যক্রম চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এমআইএইচ/জেডএস