মঙ্গলবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টায় উপজেলার দ্বিতীয় গোবিন্দপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে বুধবার (১৮ এপ্রিল) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২।
তারেক ওই গ্রামের রোকন উদ্দিনের ছেলে।
র্যাব সূত্র জানায়, মেজর আতাউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদে তারেককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা একটি মোবাইল ফোনে এইচএসসি পরীক্ষা ১৮’র বিভিন্ন ভুয়া প্রশ্নপত্র পাওয়া যায়।
তার বিরুদ্ধে তিতাস থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।
বাংলাদেশ সময়; ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
টিএ