ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

বিদেশি কেন্দ্রে পাসের হার ৯৩.৭৮ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, মে ৬, ২০১৮
বিদেশি কেন্দ্রে পাসের হার ৯৩.৭৮ শতাংশ পাসের পর উল্লাসিত ছাত্রীরা/ছবি: ডি এইচ বাদল

ঢাকা: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭.৭৭ শতাংশ। এর মধ্যে বিদেশ কেন্দ্র পাসের হার ৯৩ দশমিক ৭৮ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ফলাফলের প্রতিবেদন থেকে জানা গেছে, দেশের বাইরে মোট ৮টি বিদেশ কেন্দ্রে সর্বমোট ৪৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে পাস করেছে ৪২২জন।

অর্থাৎ ৯৩ দশমিক ৭৮ শতাংশ পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৯০ জন শিক্ষার্থী।
 
দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করা হয়। গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৪ মার্চ।
 
গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ০৬, ২০১৮
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।