ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সবাইকে খুঁজে বের করছি, কেউ রেহাই পাবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মে ৬, ২০১৮
সবাইকে খুঁজে বের করছি, কেউ রেহাই পাবে না শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ/ছবি: বাংলানিউজ

ঢাকা: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দেওয়া সবাইকে খুঁজে বের করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তাদের শিক্ষাজীবনও ক্ষতিগ্রস্ত হবে।

রোববার (০৬ মে) সচিবালয়ে পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, সবাইকে খুঁজে বের করছি, এরা কেউ রেহাই পাবেন না। ওই সময় অনেকে ধরা পড়ে গেছে।

১৫৭ জন ৩২টি মামলা নিয়ে জেলে আছেন। এবার গ্রেফতার হয়েছেন আরো শতাধিক।
 
এবারের এসএসসি পরীক্ষা প্রশ্ন ফাঁসের ব্যাপক অভিযোগ উঠে। শিক্ষামন্ত্রী গত সপ্তাহে অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সাংবাদিকদের জানিয়েছিলেন, পরীক্ষার আগে এমসিকিউ প্রশ্ন পেয়েছে পাঁচ হাজার পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখের বেশি এবং যেহেতু সৃজনশীল অংশের কোনো প্রশ্ন ফাঁস হয়নি, সেহেতু কোনো পরীক্ষা বাতিল করা হবে না।
 
সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, আমাদের প্রশ্ন ফাঁস হয়েছে শুধু ‘খ’ সেটের ৩০ নম্বর। কিন্তু দেশের মধ্যে এমন আবহ তৈরি করা হয়েছে যে- সব প্রশ্ন ফাঁস হয়ে গেছে। আমরা নাছোড়বান্দার মতো পেছনে লেগে থাকবো, যারা জড়িত।
 
জড়িতদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন নাহিদ।
 
‘যারা একবার গ্রেফতার হয়েছেন, ধরা পড়েছেন তাদের সবার পরীক্ষা, ছাত্রজীবন, শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হবে। এতে কোনো সন্দেহ নাই। শিক্ষক বা এ ধরনের কাজ যারা করে, মিথ্যা প্রশ্ন দিয়ে আমাদের বিরুদ্ধে প্রচার করার সুযোগ দিয়েছিল, তারাও ধরা পড়েছে। তারা বলেছে এটাই ব্যবসা, টাকা নিয়ে কেটে পড়ে। ’
 
শিক্ষামন্ত্রী বলেন, বিকাশের মাধ্যমে যারা টাকা দিয়েছিলেন, বাংলাদেশ ব্যাংক গুরুত্ব দিয়ে টাকা দেওয়া থেকে অনেক কিছু বের করেছেন।
 
প্রশ্ন ফাঁসে পরীক্ষার ফলে তেমন প্রভাব পড়েনি দাবি করে নাহিদ বলেন, আমাদের পরীক্ষার্থীরা অনেক আগেই হলে ঢুকে গেছে, ফলে তাদের উপর প্রভাব পড়েনি। ফলাফলে দেখছেন এটার মধ্যে কোনো প্রভাব পড়েনি।  
  
শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান ছাড়াও বিভিন্ন শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।