সোমবার (০৭ মে) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ১৫ মে পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে সাতদিন চলবে এ ফেয়ার।
অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন ব্যবসায় অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) এ এইচ এম মনজুর মোর্শেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এনইউবিটি খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ বাংলানিউজকে বলেন, ফেয়ার চলাকালীন ভর্তি ফি’র ওপর ৬০ শতাংশসহ টিউশন ফি’র ওপর বিশেষ ছাড় থাকবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে বিবিএ, ইংরেজি, সিএসই, ইইই, সিভিল, আর্কিটেকচার ও অর্থনীতি বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ (রেগুলার ও অ্যাক্সিকিউটিভ), এমএ (ইংরেজি) ও এমএসএস (অর্থনীতি) কোর্স চালু আছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এমআরএম/ওএইচ/