ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবির ৫১ তম সমাবর্তন ৬ অক্টোবর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৫, মে ৯, ২০১৮
ঢাবির ৫১ তম সমাবর্তন ৬ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১ তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর।

বুধবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ৫১ তম সমাবর্তনের অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।

সভায় ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।

এতে উপস্থিত ছিলেন ঢাবির সিনেট-সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইন্সটিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ কার্যলয় প্রধানরা।

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ৫১ তম সমাবর্তন বর্ণাঢ্যভাবে আয়োজনে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার উপলক্ষ্যে সভায় একটি নির্বাহী, একটি ব্যবস্থাপনা ও ২৬টি উপ-কমিটি গঠন করা হয়।

এর আগে ৩০ এপ্রিল সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫১ তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে লাইব্রেরিয়ার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মিজ. লেমাহ গবায়েইকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব করা হয়। অনুষ্ঠানে তাকে ডক্টর অব লজ ডিগ্রি দেওয়াও সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।