ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কোটা কমিটির রূপরেখা প্রধানমন্ত্রীর কার্যালয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ১০, ২০১৮
কোটা কমিটির রূপরেখা প্রধানমন্ত্রীর কার্যালয়ে

ঢাকা: সরকারিতে চাকরিতে কোটার বিষয়ে একটি কমিটি গঠনের জন্য রূপরেখা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মোজাম্মেল হক খান।

বৃহস্পতিবার (১০ মে) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।  

তিনি বলেন, ৯ মে (বুধবার) এই কমিটির রূপরেখা তৈরি করা হয়েছে।

তা বৃহস্পতিবার (আজ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী দেখার পর কমিটি গঠন করা হবে।  

সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ বা সংস্কারের বিষয়ে সরকার কি ব্যবস্থা নেবে, এই দায়িত্ব পালনের জন্য সরকার একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। কমিটি গঠিত হলে প্রতিবেদন পাওয়ার পর সরকারের পরবর্তী অবস্থান সবাইকে জানিয়ে দেওয়া হবে।  

মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বে কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। কমিটির সদস্য সংখ্যা ৪-৫ জন যাই থাকুক, তারা যে প্রতিবেদন দেবে সেই প্রতিবেদন সরকার বিবেচনা করে দেখবে কোটার বিষয়ে সরকারের দায়িত্ব কি হওয়া উচিত। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ১০, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।