রোববার (১৩ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের রাবি শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোরশিদুল আলম বলেন, কোটা কখনও সম্মানের মানদণ্ড হতে পারে না। সম্মানের মানদণ্ড হলো মেধা। আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি। কিন্তু এ দাবি বাস্তবায়ন না হওয়ায় আজও আমাদের ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামতে হচ্ছে। আমরা দ্রুত সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া কোটা বাতিলের ঘোষণার প্রজ্ঞাপন জারি করে এর বাস্তবায়ন চাই।
এসময় শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কর্মসূচিতে সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ১৩, ২০১৮
আরএ