সোমবার (১৪ মে) দুপুর ১টার দিকে এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে শাহবাগে গিয়ে সড়ক অবরোধ করে।
প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
আন্দোলনকারীদের এই অবরোধের ফলে চারদিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। মোটরসাইকেল পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-অাহ্বায়ক নূরল হক নূর বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকার চাইলে কোটা বাতিল কিংবা আমাদের পাঁচ দফার ভিত্তিতে কোটা সংস্কার করতে পারে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এসকেবি/এএ
আরও পড়ুন>>
** প্রজ্ঞাপন চেয়ে ঢাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ