ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গ্রিন ইউনিভার্সিটির সিএসই-ইইই পেলো আইইবি স্বীকৃতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মে ১৪, ২০১৮
গ্রিন ইউনিভার্সিটির সিএসই-ইইই পেলো আইইবি স্বীকৃতি গ্রিন ইউনিভার্সিটি

ঢাকা: গ্রিন ইউনিভার্সিটিতে মানসম্মত ল্যাব, লাইব্রেরি, শ্রেণিকক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পরিচালনা করায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) স্বীকৃতি পেলো প্রতিষ্ঠানটির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ।

সোমবার (১৪ মে) গ্রিন ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রিন ইউনিভার্সিটির সিএসই ও ইইই বিভাগের স্নাতকধারীরা পেশাদার প্রকৌশলী হিসেবে স্বীকৃতি লাভের জন্য ‘আইইবি’তে আবেদন করতে পারবেন।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি বা চাকরির জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হবেন।  

এর আগে, আইইবি’র একটি দল গ্রিন ইউনিভার্সিটির সিএসই ও ইইই বিভাগ পরিদর্শন করেন। এ সময় শিক্ষা মান ‘সন্তোষজনক’ হওয়ায় তারা তথ্য যাচাই-বাছাই শেষে আইইবি স্বীকৃতি দেন।   

গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান বলেন, আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান থেকে এ ধরনের সম্মানজনক স্বীকৃতি শুধু সিএসই কিংবা ইইই নয়, অন্যান্য বিভাগের শিক্ষার মানোন্নয়নেও উদ্বুদ্ধ করবে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মে ১৪, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ