ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ৩৯ দিনের ছুটি শুরু হচ্ছে বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ১৫, ২০১৮
রাবিতে ৩৯ দিনের ছুটি শুরু হচ্ছে বুধবার

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রমজান, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে বুধবার (১৬ মে)। ছুটিতে ক্লাস ও পরীক্ষা আগামী ২৩ জুন পর্যন্ত বন্ধ থাকবে। মঙ্গলবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান।

অধ্যাপক প্রভাষ কুমার জানান, ১৬ মে থেকে ২১ জুন বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আর ২২ ও ২৩ তারিখ শুক্র-শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।

 

এছাড়া ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে অফিস বন্ধ থাকবে এবং ঈদের সরকারি ছুটি অনুযায়ী পরবর্তীতে আবার অফিস বন্ধ থাকবে।  

অন্য দিনগুলোতে প্রশাসনিক কার্যক্রম চলবে। তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল বন্ধ রাখার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

হল বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক রুবাইয়াত ইয়াসমিন জানান, রমজান ও গ্রীষ্মের ছুটিতে আবাসিক হল বন্ধ রাখা হবে না।  

তবে ঈদের ছুটিতে কিছুদিন হল বন্ধ রাখা হতে পারে। সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ