রোববার (২৭ মে) বিকেলে পুরান ঢাকার স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহা বলেন, ‘আমি নিজেও বিশ্ববিদ্যালয় জীবনে সাংবাদিক ছিলাম।
জবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমীন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংকট ও সম্ভাবনায় প্রতিষ্ঠালগ্ন থেকে জবি প্রেসক্লাব উপস্থাপন করে আসছে’।
জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামারুজ্জামান দিপুর সঞ্চালনায় এবং জবি প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন কার্যনিবাহী কমিটির হেদায়েতুল্লাহ খান বাবু, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাহীন,আবু তাহের এবং প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেন এবং জবি ছাত্রলীগের সহ-সভাপতি তানজিনা শিমু, মমিনুর রহমান মমিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মে ২৭, ২০১৮
কেডি/এএটি