ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে মাদক বিরোধী র‌্যালি

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জুন ৬, ২০১৮
শেকৃবিতে মাদক বিরোধী র‌্যালি মাদক বিরোধী র‌্যালি। ছবি/বাংলানিউজ

শেকৃবি: মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মাদক বিরোধী র‌্যালি করা হয়েছে।

বুধবার (৬ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।


 
র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপাচর্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, সারাদেশে মাদক বিরোধী অভিযান চলছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে কারো বিরুদ্ধে মাদক সেবন বা বিক্রির তথ্য পেলে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবো।
  
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুন ৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ