ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুন ৮, ২০১৮
বরিশালে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা কৃর্তি শিক্ষাথীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ কৃর্তি শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা দিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নামের একটি সংগঠন।

ওই সংগঠনের বরিশাল জেলা শাখার আয়োজনে শুক্রবার (৮ জুন) সকাল ১১টার দিকে নগরের অশ্বিনীকুমার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের বরিশাল জেলা কমিটির আহ্বায়ক মিঠুন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএম কলেজের সাবেক অধ্যাপিকা শাহ সাজেদা, মানবদরদি লুসি হেলেন ফ্রান্সিস হল্ট, চক্ষু বিশেষজ্ঞ ডা. জাহিদ হাসান, জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শন্তু মিত্র, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার টুম্পা প্রমুখ।

আলোচনা সভা শেষে অভিভাবক ও ২৫০ জন কৃর্তি শিক্ষাথীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ৮, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ