ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এমসিকিউ থাকছে না রাবির ভর্তি পরীক্ষায়

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
এমসিকিউ থাকছে না রাবির ভর্তি পরীক্ষায়

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কাঠামোগত বড় পরিবর্তন আসছে। এবার ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) পরিবর্তে লিখিত পরীক্ষা নেওয়া হবে। অনুষদভিত্তিক ইউনিট বিভাজন ও আবেদন প্রক্রিয়ায়ও আসছে বড় পরিবর্তন।

শুক্রবার (৬ জুলাই) সকালে ভর্তি পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বাংলানিউজকে এসব তথ্য জানান।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবার কিছু নতুনত্ব নিয়ে আসা হবে।

এবার এমসিকিউ প্রশ্নের পরিবর্তে লিখিত পরীক্ষা নেয়া হবে। কারণ এমসিকিউতে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই হয় না। তাই এ বছর থেকে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুই ঘণ্টা সময়ে ১০০ মার্কসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

>>আরও পড়ুন...রাবির ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

তিনি আরও বলেন, এবার অনুষদভিত্তিক ইউনিট কমিয়ে চারটি ইউনিটে দুই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে আগামী ২২ ও ২৯ অক্টোবর পরীক্ষার দিন ঠিক করার প্রস্তাব রাখা হয়েছে। তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি পাস হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। পরীক্ষার্থীদের দুইটি পর্যায়ে আবেদন করতে হতে পারে। প্রথম পর্যায়ে রেজাল্টের মান দেখে শিক্ষার্থীদেরকে বাছাই করা হবে। পরে বাছাইয়ে উত্তীর্ণদেরকে পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনের ব্যাপারে জানিয়ে দেওয়া হবে। এ সময় পরীক্ষার নির্দিষ্ট ফি নেওয়া হবে। নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে বলেও প্রাথমিকভাবে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।