শনিবার (৭ জুলাই) রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘সিভিল টক ২০১৮’ এ পদ্মাসেতুর কার্যক্রম জানানোর সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।
মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ বলেন, পদ্মাসেতু প্রকল্পটি একটি বিশাল চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য।
‘একজন ইঞ্জিনিয়ারকে সব সময় টিম লিডারের ভূমিকা রাখতে হবে। সমাজের সবাইকে নিয়ে কাজ করতে হবে। যারা উন্নয়ন কাজের বিরোধিতা করবে তাদের বুঝাতে হবে। ’
এ সময় পদ্মাসেতুর রাস্তা করতে গিয়ে জনগণের বাঁধাকে কৌশলে মোকাবেলা করেন বলেও জানান তিনি।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বুয়েটের সিভিলি ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শামসুল হক, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ফিরোজ আহমেদ, বসুন্ধরা সিমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরোজ কুমার বড়ুয়া প্রমুখ।
অধ্যাপক ড. শামসুল হক বলেন, আমাদের দেশে অনেক বড় বড় মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে সেটি টেকসই হয় না এবং সঠিক ব্যবহার হয় না। তাই মেগা প্রজেক্ট হাতে নেওয়ার আগে সঠিক পরিকল্পনা নিতে হবে। রাজনীতিবিদরা স্বপ্ন দেখাবে। সে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে প্রকৌশলীদের।
প্রকৌশলী সরোজ কুমার বড়ুয়া বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় এ ধরনের কাজে সহযোগিতা করে আসছে। এই ফেস্টিভালের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাধারা সৃষ্টি হবে, যা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।
এ সময় সিমেন্ট নিয়ে বৈশ্বিক চিত্র তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্লগের উদ্বোধন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল কবির। ৩ দিনব্যাপী সিভিল ইঞ্জিনিয়ারিং ফেস্টিভালে ‘এসসেনট্রিক’ এর দ্বিতীয়দিনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ফেস্টিভালের টাইটেল স্পন্সর ‘বসুন্ধরা সিমেন্ট’। রোববার (০৮ জুলাই) শেষদিনে রয়েছে কালচারাল নাইট।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৮
এসকেবি/এমএ