বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অন্য দাবিগুলো হলো-আন্দোলনে গ্রেফতারদের মুক্তি, সন্ত্রাসী হামলার বিচার এবং জাবিতে এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতাদের শাস্তি নিশ্চিত করা।
এ বিষয়ে জাবি শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শাকিলুজ্জামান বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষণের হুমকিদাতাদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
আরআর