ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, এগিয়ে মেয়েরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, এগিয়ে মেয়েরা কুমিল্লা শিক্ষা বোর্ড (ফাইল ফটো)

কুমিল্লা: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ৪৯ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬৭দশমিক ০৮ শতাংশ। পাসের হারে এগিয়ে মেয়েরা।

এবার পাসের হারের পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্তিতেও এগিয়ে রয়েছে মেয়েরা। এ বোর্ডে এবার ৯৪৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন।

যার মধ্যে ৪৬১জন ছাত্র ও ৪৮৩জন ছাত্রী।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা বোর্ড সূত্রে েএ তথ্য জানা যায়।

জানা যায়, এ বোর্ডে বিজ্ঞান বিভাগে মোট ৭৯৯জন জিপিএ ৫ পেয়েছেন। যার মধ্যে ৪১৭ জন ছাত্র ও ৩৮২জন ছাত্রী। এ বিভাগে এগিয়ে রয়েছে ছেলেরা।

মানবিক বিভাগে মোট ৫৩ জন জিপিএ ৫ পেয়েছেন। যার মধ্যে ১৫জন ছাত্র ও ৩৮জন ছাত্রী। এগিয়ে রয়েছেন মেয়েরা। এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৯২জন জিপিএ ৫ পেয়েছেন। যার মধ্যে ২৯জন ছাত্র ও ৬৩জন ছাত্রী। মেয়েরা এগিয়ে রয়েছেন।

এবার এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৪ হাজার ৭২১ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬৬৬ জন। যার মধ্যে ৪৭ হাজার ৮৩১ জন ছাত্র ও ৫৫ হাজার ৮৩৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেন। বিগত চার বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।