ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত বাকৃবি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত বাকৃবি আলোকসজ্জায় সাজানো বাকৃবি ক্যাম্পাস। ছবি: বাংলানিউজ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭ বছর পূর্তি এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট উদ্বোধন উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস।

রোববার (২২ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আগমন উপলক্ষে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ, আবাসিক হল, বিভিন্ন স্থাপনা ও রাস্তাঘাট জুড়ে আলোকসজ্জা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজার ৩শ গ্রাজুয়েট ও তাদের পরিবার এবারের উদযাপন অনুষ্ঠনে অংশ নিচ্ছেন। ইতোমধ্যেই প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছেন।

বর্ণিল আলোকসজ্জার সঙ্গে ছবি তুলে সময়টাকে ধরে রাখতে চাইছেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।