ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবির ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
বেরোবির ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার সংশোধিত তারিখ ২-৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে সভাপতিত্ব করেন উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।


 
এর আগে, গত ৪ জুলাই অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৫-২৯ নভেম্বর তারিখে নির্ধারণ করা হয়েছিল। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ কর্তৃক প্রেরিত চিঠিতে অনুরোধের আলোকে রোববার ভর্তি পরীক্ষা কমিটির সভায় ভর্তি পরীক্ষার এ তারিখ পুনঃনির্ধারণ করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইব্রাহীম কবীর, বিভিন্ন অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।