ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

রুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, জুলাই ৩০, ২০১৮
রুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম রুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম। ফাইল ফটো

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ।

আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের রুয়েট আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে নিয়োগ দিয়েছেন।

সোমবার (৩০ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।

 

রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক মোশাররফ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোশাররফ হোসেন জানান, নিয়োগের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে ৫টায় দায়িত্বগ্রহণ করেন রফিকুল ইসলাম।

এর আগে ২০১৪ সালের ২৮ মে রুয়েটের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বেগ। চলতি বছরের ২৮ মে তার মেয়াদ শেষ হয়। এরপর থেকে প্রায় দুই মাস উপাচর্যহীন
ছিল রুয়েট।

সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ বলেন, বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য আমাকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।