বুধবার (৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। অনেক শিক্ষার্থী মুখে কালো কাপড় বেঁধেও প্রতিবাদ জানান।
গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় এর প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে উত্তাল হয় রাজপথ। আন্দোলনে নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে সরকার দাবি মেনে নেওয়ার প্রেক্ষিতে শিক্ষার্থীরা ঘরে ফিরলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের অভিযোগ, আন্দোলনে জলঘোলা করতে চেয়েছিল তৃতীয় পক্ষ।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এসকেবি/এইচএ/