ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারি হলো আরও ৪৪ মাধ্যমিক বিদ্যালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
সরকারি হলো আরও ৪৪ মাধ্যমিক বিদ্যালয়

ঢাকা: দেশের আরও ৪৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

এ নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলো ৫৩১।

যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেসব উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও একটি করে কলেজকে সরকারি করার সিদ্ধান্তের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান সরকারি হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ৪৪টি বিদ্যালয় সরকারি হলো।  

সরকারের সিদ্ধান্তে মোট ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হবে। সরকারি হওয়া বিদ্যালয়গুলোর শিক্ষকেরা অন্যত্র বদলি হতে পারবেন না।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।