ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষার যা নির্দেশনা, তৎপর সাইবার ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
মেডিকেল ভর্তি পরীক্ষার যা নির্দেশনা, তৎপর সাইবার ইউনিট ছবি: প্রতীকী

ঢাকা: আসন্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় শুধুমাত্র কেন্দ্র ইনচার্জ অ্যানালগ একটি মোবাইল ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য কেউ মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন ‍না।

মেডিকেল ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ করতে এমন বিভিন্ন নির্দেশনার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পরীক্ষায় মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি, মেটালিক কলমসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনতে শিক্ষার্থীদের নিষেধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি সদর দফতরে মেডিকেল ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত সমন্বয় সভায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এসব নির্দেশনা জানান।

আগামী ৫ অক্টোবর সকাল ১০টা থেকে একযোগে ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত রাখতে এসব নির্দেশনা জানিয়েছেন তিনি।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার দিন শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরা কেন্দ্রের ভেতরে ও পাশে অবস্থান করতে পারবেন না। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। সেইসঙ্গে প্রতিটি কেন্দ্রে থাকবে মোবাইল কোর্ট। পরীক্ষার দিন সকাল সাড়ে ৮ টায় কেন্দ্র খুলে দেওয়া হবে। কোনো অবস্থাতাতেই সকাল সাড়ে ৯টার পরে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
 
পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সকল পরীক্ষার্থীকে তল্লাশি কর‍া হবে। এ কাজে পুলিশের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কেন্দ্রের প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন।
 
এসময় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, দেশের মেডিকেল ভর্তি পরীক্ষা সম্মিলিতভাবে হয়ে থাকে। ডিএমপি অতীতে যেভাবে ভর্তি পরীক্ষায় সহযোগিতা করেছে বর্তমানে ও ভবিষ্যতেও করবে। ভর্তি পরীক্ষা সংক্রান্তে যেকোনো গুজব বা প্রোপাগান্ডা প্রতিরোধে ডিএমপি’র সাইবার ইউনিটসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে।
 
ওইদিন ঢাকার পাঁচটি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় নয়টি কেন্দ্রে ৩৪ হাজার ৭৪০ জন শিক্ষার্থী অংশ নেবেন।
 
সমন্বয় সভায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এবিএম মাকসুদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম গোলাম রব্বানী, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এমএ রউফ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদসহ মেডিকেল কলেজ ও ভর্তি পরীক্ষার কেন্দ্রের প্রতিনিধি, ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
পিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।