রোববার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিভাগের সভাপতির কার্যালয়ে সদ্য বিদায়ী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করেন।
বিভাগীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ২০১৫ তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতির দায়িত্ব দেন।
বিভাগের প্রভাষক নুসরাত জাহানের উপস্থাপনায় ও সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফীন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজোয়ানুল ইসলাম, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামসহ বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
আরএ