ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চিকিৎসকের পরামর্শে অনশন ভাঙলেন ঢাবিছাত্র আখতার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
চিকিৎসকের পরামর্শে অনশন ভাঙলেন ঢাবিছাত্র আখতার অনশনে অসুস্থ ঢাবি শিক্ষার্থী আখতার হোসেন। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): দীর্ঘ ৫৪ ঘণ্টা পর চিকিৎসকের পরামর্শে অনশন ভেঙেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী আখতার হোসেন।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে আখতার হোসেনকে ফল খাইয়ে অনশন ভাঙান চিকিৎসক ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান।

এর আগে দুপুর পৌনে ২ টার দিকে রাজু ভাস্কর্যে এসে অনেকটা জোর করে অনশন ভাঙানোর চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।

কিন্তু ওই শিক্ষার্থী দাবি আদায়ে অনশন ভাঙতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে, দাবি না মেনে জোর করে অনশন ভাঙানোর চেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাবি ছাত্র ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।