শনিবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণের মাধ্যমে স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা। স্মারকলিপিতে ইকসু আইন সংশোধন ও নির্বাচনসহ পাঁচ দফা দাবি জানায় তারা।
দাবিগুলো হলো, অবিলম্বে আইন সংশোধন করে ইকসু যুক্ত করতে হবে, সব প্রগতিশীল ও স্বাধীনতার পক্ষের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসতে উদ্যোগ নিতে হবে, ছাত্র সংসদ ভবন তৈরিতে উদ্যোগ নিতে হবে। এছাড়াও গণতান্ত্রিক রাজনীতির জন্য সব প্রগতিশীল ও স্বাধীনতার পক্ষের ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান পরিবেশ সৃষ্টি করতে হবে ও একইসঙ্গে হল ছাত্র সংসদ নির্বাচনেরও উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শাহাদাত তিমির বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি আদায়ে ছাত্র সংসদ থাকাটা জরুরি। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠন ও যথাযথ প্রক্রিয়া গ্রহণ গণতান্ত্রিক ছাত্র রাজনীতি চর্চার মুক্ত মঞ্চ তৈরির জোর দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এনটি