ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

একুশের চেতনাকে হৃদয়ে লালন করতে হবে

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
একুশের চেতনাকে হৃদয়ে লালন করতে হবে

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভাষা শহীদদের স্মরণ এখন লোক দেখানো হয়ে গেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বাংলা ভাষাকে জানতে হবে, শিখতে হবে ও সম্মান করতে হবে। সর্বোপরি একুশের চেতনাকে হৃদয়ে লালন করতে হবে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) গণ বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ‘হৃদয়ে বায়ান্ন’ শিরোনামে সাহিত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি অনেক দিন ধরেই পত্রিকাগুলোর প্রতি পাতায় বাংলা তারিখ ব্যবহার করে আসতে বলছি।

কিন্তু সবাই প্রথম পাতাতেই এর ব্যবহার সীমাবদ্ধ রেখেছেন। আমাদের বাংলা তারিখও আমাদের সংস্কৃতি। একে ভুলে গেলে চলবেনা।
 
প্রধান অতিথি ডা. লায়লা পারভিন বানু বলেন, বৃটিশ আমল থেকে এখনো আদালতে ইংরেজি ভাষা ব্যবহৃত হয়ে আসছে। দেশের সাধারণ জনগণের কাছে ইংরেজি ভাষাটি দুর্বোধ্য হওয়ায় আদালতে গিয়ে তাদের দালালদের শরণাপন্ন হতে হচ্ছে।

আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে ভাষা আন্দোলন ও শহীদদের চেতনায় কবিতা ও প্রবন্ধ রচনাকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।