রোববার (১৭ ফেব্রুয়ারি) গণ বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ‘হৃদয়ে বায়ান্ন’ শিরোনামে সাহিত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি অনেক দিন ধরেই পত্রিকাগুলোর প্রতি পাতায় বাংলা তারিখ ব্যবহার করে আসতে বলছি।
প্রধান অতিথি ডা. লায়লা পারভিন বানু বলেন, বৃটিশ আমল থেকে এখনো আদালতে ইংরেজি ভাষা ব্যবহৃত হয়ে আসছে। দেশের সাধারণ জনগণের কাছে ইংরেজি ভাষাটি দুর্বোধ্য হওয়ায় আদালতে গিয়ে তাদের দালালদের শরণাপন্ন হতে হচ্ছে।
আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে ভাষা আন্দোলন ও শহীদদের চেতনায় কবিতা ও প্রবন্ধ রচনাকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এনটি