ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অফিসে নিয়মানুবর্তী হওয়ার নির্দেশ ইউজিসি চেয়ারম্যানের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
অফিসে নিয়মানুবর্তী হওয়ার নির্দেশ ইউজিসি চেয়ারম্যানের প্রফেসর মছলেহ উদ্দিন আহমদ চৌধুরী ভেটেরিনারি টিচিং হাসপাতাল ভবন উদ্বোধনী অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

সিলেট: অফিসে নিয়মানুবর্তী হওয়ার নির্দেশ দিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর মান্নান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাইকে সততার সঙ্গে চলতে হবে। বিশ্ববিদ্যালয়ে সঠিক উপায়ে জ্ঞানচর্চা ও জ্ঞান বিতরণ হলে দেশ আরও উন্নত হবে।

তিনি বলেন, শুধুমাত্র পাঠশালার মতো সকাল ৯টায় এসে বিকেল ৫টায় গেলে হবে না। সবাইকে সততার সঙ্গে চলতে ও কাজ করতে হবে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা: প্রেক্ষিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নে কৃষিবিদদের অবদান খুব বেশি। তবে গবেষণালব্ধ ফলাফল কৃষকদের কাছে আরও দ্রুত উপায়ে পৌঁছানো দরকার। বিশ্ববিদ্যালয়কে জ্ঞান-বিজ্ঞানের সুতিকাগার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ধারণাটাই এখন বদলে গেছে।

সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিকৃবি ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আবুল কাশেম, ইউজিসির পরিচালক ড. মো. ফখরুল ইসলাম, সিকৃবির রেজিস্টার (ভারপ্রাপ্ত) সুবীর কুমার পাল, ইউজিসির যুগ্ম-সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর প্রমুখ।

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে দিনব্যাপী এ কর্মশালায় সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির ধারণা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মূল্যায়ন ও বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ): বাংলাদেশ প্রেক্ষিত, অন্যান্য নীতির সঙ্গে বার্ষিক কর্মসম্পাদনের সমতাকরণ এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি পর্যালোচনা ইত্যাদি বিষয় স্থান পায়।
 
এরআগে প্রফেসর মছলেহ উদ্দিন আহমদ চৌধুরী ভেটেরিনারি টিচিং হাসপাতাল ভবন উদ্বোধন করেন প্রফেসর মান্নান। এরপর তিনি আগত অতিথিদের নিয়ে হাসপাতাল ভবন ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।