রোববার (০৩ মার্চ) বিকেলে ডাকসুর ওয়েবসাইটে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এছাড়া হলের নোটিশ বোর্ডেও প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
ডাকসুতে ভিপি পদে ২১ জন, জিএস পদে ১৪ জন, এজিএস পদে ১৩ জন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, কমনরুম ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৪ জন এবং ১৩টি সদস্য পদের বিপরীতে ৮৬ জন নির্বাচন করবেন।
গত ২৭ ফেব্রুয়ারি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। সেখানে ৭ জন প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করা হয়। বাদপড়া প্রার্থীদের মধ্যে ৫ জন আপিল করার পর প্রার্থিতা ফিরে পান।
আগামী ১১ মার্চ ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এসকেবি/জেডএস