ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ছয় দিনব্যাপী নাট্যপার্বণ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
জাবিতে ছয় দিনব্যাপী নাট্যপার্বণ শুরু জাবিতে নাট্যপার্বণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘রুদ্ধ প্রাণে আসুক প্রলয়’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে শুরু হয়েছে ছয় দিনব্যাপী নাট্যপার্বণ-২০১৯।

শনিবার (৯ মার্চ) রাত ৮টায় ওপেন স্পেস থিয়েটার প্রযোজিত ‘টুয়েলভ্ অ্যাংরি মেন’ নাটকের মধ্য দিয়ে নাট্যপার্বণ শুরু হয়।

নাট্যপার্বণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নুরুল আলম।

এ সময় কবি রইস মনরমকে গুণীজন এবং মোস্তফা কামাল যাত্রাকে নাট্যজন সম্মাননা প্রদান করা হয়।

১০ মার্চ দৃশ্যপটের প্রযোজনায় থাকছে নাটক ‘সক্রেটিসের জবানবন্দী’, ১১ ও ১২ মার্চ জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘আজ কমলের ফাঁসি’ এবং ‘বাজাও পাঞ্চজন্য’, ১৩ মার্চ সুবচন নাট্য সংসদ প্রযোজিত নাটক ‘মহাজনের নাও’ এবং ১৪ মার্চ পার্বণের শেষ দিন আরন্যক নাট্যদল প্রযোজিত নাটক ‘রাঢ়াও’ মঞ্চায়িত হবে।

বাংলাদেশ  সময়: ০৪৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।