ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চা শিল্পের চ্যালেঞ্জ-উত্তরণে আইইউবিএটিতে সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
চা শিল্পের চ্যালেঞ্জ-উত্তরণে আইইউবিএটিতে সেমিনার সেমিনারে আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

ঢাকা: ‘আমাদের চা, আমাদের গর্ব’ প্রতিপাদ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সস্প্রতি রাজধানীর উত্তরায় আইইউবিএটি’র ক্যাম্পাসে ‘বাংলাদেশের চা শিল্পের চ্যালেঞ্জ এবং উত্তরণের কৌশল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশের চা শিল্পে সম্ভবনা এবং ভবিষ্যৎ নিয়ে সেমিনারে সর্বমোট ১১টি প্রবন্ধ তুলে ধরেন আইইউবিএটি’র ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান।

আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে সেমিনারে সেমিনারে উপস্থিত ছিলেন আইইউবিএটি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, মনিপুর টি কোম্পানির জিএম জুবায়ের হোসেন, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. টি আহমেদ, তেতুলিয়া টি কোম্পানির চেয়ারম্যান মোশারফ হোসেন, সিনিয়র টি প্ল্যানটার বিলি আহমেদ এবং হালদা ভ্যালি টি কোম্পানির প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষারর্থীরা।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।