ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ জন সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনসহ অন্যরা

ঢাকা: প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে এবছর ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ জন। সব মিলে এবার প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ জন।

সচিবালয়ে রোববার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন।

প্রাথমিক শিক্ষায় তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে।

কমিটি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে। তারা টুলস ঠিক করবে। পরীক্ষা উঠে গেলেও মূল্যায়ন পদ্ধতি থাকবে বলে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

তবে ৪র্থ ও পঞ্চম শ্রেণির পরীক্ষা যথাযথভাবে চলবে বলেও জানানো হয়।

এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আক্রাম আল হুসাইন বলেন, কোচিংয়ের বিরুদ্ধে সারাদেশে অভিযান চলছে। জেলা প্রশাসকের নেতৃত্বে এ অভিযান চালানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।