ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মঙ্গলবার থেকে ইবতেদায়ি শিক্ষকদের আমরণ অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
মঙ্গলবার থেকে ইবতেদায়ি শিক্ষকদের আমরণ অনশন প্রেসক্লাবের সামনে অবস্থান, ধর্মঘট করছেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে আমরন অনশনে যাবেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা।

রোববার (৭ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান এ কথা জানান।

সোমবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এ অনশন কর্মসূচি ঘোষণা করবেন বলেও তিনি জানান।

গত ৩ এপ্রিল থেকে  জাতীয় প্রেসক্লাবের সামনে তারা লাগাতার অবস্থান, ধর্মঘট পালন করছেন।

মাদ্রাসা শিক্ষকদের মূল দাবি: মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। কোড নম্বরবিহীন মাদ্রাসাগুলোকে কোডের আওতায় আনতে হবে।

ইবতেদায়ি মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিতাদেশ ২০০৮ বাতিল করতে, শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। প্রাইমারি স্কুলের মমো ভবন ও আসবাবপত্র দিতে হবে। মাদ্রাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।