ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সোনাগাজীর সেই মাদ্রাসায় ৬ পরীক্ষার্থী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
সোনাগাজীর সেই মাদ্রাসায় ৬ পরীক্ষার্থী বহিষ্কার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর আলোচিত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম (এইচএসসি) পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনে দায়ে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নাসরীন আক্তার তাদের বহিষ্কার করেন।  

সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব নূরুল আফছার ফারুক বাংলানিউজকে জানান, শনিবার আলিমের (এইচএসসি)  বালাগাত মান্তিক (যুক্তিবিদ্যা) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ওই ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরীন আক্তার।

বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার চারজন ও বখতারমুন্সি ফাজিল মাদ্রাসার দুইজন শিক্ষার্থী।

এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার নবনির্বাচিত এডহক কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯ 
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।