ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

ফণী: প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতি এড়াতে সতর্কতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, মে ২, ২০১৯
ফণী: প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতি এড়াতে সতর্কতা প্রতীকী ছবি

ঢাকা: প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ স্থাপনার সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ মে) মন্ত্রণালয়ের উপসচিব নাজমা শেখ স্বাক্ষরিত আদেশে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী খুব শিগগিরই আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


 
‘এমতাবস্থায়, নিজ নিজ ব্যবস্থাপনাধীন অফিস ও প্রাথমিক বিদ্যালয়সহ সব ধরনের স্থাপনার সম্ভাব্য ক্ষয়ক্ষতি পরিহারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ খুলনা-সাতক্ষীরা উপকূল হয়ে আঘাত হানতে পারে ফণী।
 
ঘূর্ণিঝড় ফণীর কারণে চলমান এইচএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ৪ মে’র নির্ধারিত পরীক্ষা নেওয়া হবে ১৪ মে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ০২, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।