ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে পাসের হারে এবারো মেয়েরা এগিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মে ৬, ২০১৯
বরিশালে পাসের হারে এবারো মেয়েরা এগিয়ে

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ।

আর বিগত বছরের মতো গড় পাসের হারে এবং জিপিএ-৫ এর বেলায় এবারো ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে।

এ বছর মেয়েদের পাসের হার ৮০ দশমিক ৩৩ শতাংশ ও ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ৪১ শতাংশ।

পাশাপাশি মেয়েরা ২ হাজার ২১৭টি জিপিএ-৫ পেয়েছে। যার থেকে ছেলেরা ২৪৫টি জিপিএ-৫ কম পেয়েছে। ছেলেরা ১ হাজার ৯৭২টি জিপিএ-৫ পেয়েছে।

আর বিষয় ভিত্তিতেও পাসের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে এগিয়ে রয়েছে মেয়েরা।

বরিশাল শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সোমবার (৬ মে) বেলা পৌনে ১২টায় সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক।  

বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১ হাজার ৪২৭টি স্কুল থেকে ১ লাখ ৬ হাজার ২১১ জন পরীক্ষার্থী ১৭৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম জানান, গণিতে যে শঙ্কা ছিল, তা থেকে এ বছর পরীক্ষার্থীরা উত্তরণ করেছে। এর কারণ হিসেবে শিক্ষার মান উন্নয়ন ও পরীক্ষা ব্যবস্থার উন্নয়নই হচ্ছে মূল।

তিনি বলেন, মেয়েদের ভালো করার পেছনে বৃত্তি ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি মেয়েরা বাড়িতে পড়াশোনায় সময় বেশি দিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।