সম্প্রতি আইইউবিটি ক্যাম্পাসের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবীন শিক্ষার্থীদের আইইউবিএটির মিশন, ভিশন, একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব অ্যাক্টিভিটি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানোর মাধ্যমে ইউনিভার্সিটির পরিচিতি তুলে ধরা হয়।
আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমানসহ অন্যান্য অধ্যাপকরা।
উপাচার্য আব্দুর রব বলেন, যে শিক্ষা মানুষের শুভবোধকে উন্মোচিত করে, মেধা ও অভিজ্ঞতাকে দেশের কল্যাণে ধাবিত করে, সেই শিক্ষার আদর্শ ক্ষেত্র এ ইউনিভার্সিটি।
উপাচার্য নবীন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং তাদের সুখী-সমৃদ্ধ বাংলাদেশের রূপায়ণে নিবেদিত হতে আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির সব বিভাগের বিভাগীয় প্রধান, ডাইরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষকরা ও কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ০৬, ২০১৯
আরআইএস/