ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেফমুবিপ্রবি’র অ্যাকাডেমিক কাউন্সিলের প্রথম বৈঠক  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, মে ৮, ২০১৯
বশেফমুবিপ্রবি’র অ্যাকাডেমিক কাউন্সিলের প্রথম বৈঠক  

ঢাকা: জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) অ্যাকাডেমিক কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত লিয়াজোঁ কার্যালয়ে এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।  

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুর রেজ্জাক, উপ-রেজিস্ট্রার মহিউদ্দীন মোল্লাসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।