দিনাজপুর হাবিপ্রবি ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, পুরো ক্যাম্পাসজুড়ে জারুল ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন ফুলের সমারোহ।
প্রাণ ও প্রকৃতি যখন প্রখর রোদে পুড়ছে।
প্রতিদিন প্রকৃতির সুশোভিত ও অপরূপ সৌন্দর্যের সুরা পান করতে ক্যাম্পাসে ঘুরতে আসে সব বয়সের হাজারও মানুষ। বিশেষ করে তরুণ-তরুণীরা। প্রকৃতির টানে ব্যস্ত সময়ে একটু অবসরের প্রয়োজনে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসছেন এ ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, ক্যাম্পাসে বড় বড় গাছগুলোতে বিভিন্ন ধরনের ফুল ফুটেছে। ফুলগুলো দেখে মন জুড়িয়ে যায়। মনের ভেতরে অন্য এক অনুভূতির জন্ম দেয়। চারিদিকে কতো রং-বেরঙের ফুল। ফুলের গন্ধে যেন ক্যাম্পাসকে মাতিয়ে রাখে। এর মাঝে ক্যাম্পাসে কার না ঘুরতে ভালো লাগে!
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, মে ১৮, ২০১৯
জিপি/