বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১১ এপ্রিল থেকে ২৬ মে ছুটিতে চলে যান ববির উপাচার্য ড. এস এম ইমামুল হক।
ছুটিতে থাকাকালীন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানকে একই শাখার উপ-পরিচালক পদে চলতি দায়িত্ব, একই শাখার উপ-পরিচালক মো. হুমায়ুন কবীরকে পরিচালক পদে চলতি দায়িত্ব, অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুরকে একই শাখার পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব এবং নির্বাহী প্রকৌশলী মো. মুরশীদ আবেদীনকে ডেপুটি চিফ প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেওয়ার মর্মে নিয়োগপত্র দেন।
এরপর দীর্ঘ যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয় আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতিমালা ভঙ্গসহ একাধিক নিয়ম লঙ্ঘণের কারণে ওই ৪ কর্মকর্তার যোগদানপত্র গ্রহণ ও কার্যকর করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নির্দেশে গত ২৩ মে সহকারী রেজিস্ট্রার সোলাইমান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত স্মারক স্ব-স্ব কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ড. একেএম মাহবুব হাসান।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ২৭, ২০১৯
এমএস/এএটি