সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন ও দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ইমাম খতিব হাফেজ নাজির মাহমূদ।
এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেট সংলগ্ন মাঠে সকাল ৮টায় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
এসকেবি/এএ