এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২৬ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সাংবাদিকদের বলেন, ২০২০ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি, দাখিল, মাধ্যমিক ও উচ্চ, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) এবং কারিগরি (ট্রেড বই) স্তরের বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি জানান, ১৭ কোটি ১৮ লাখ ৯৯ হাজার ৯৩৮ কপি বই ছাপাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ। এতে ব্যয় হবে ৪৩৫ কোটি ৯৮ লাখ টাকা। ৩২০টি লটে এসব বই সরবরাহের জন্য দেশীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে ঢাকা ওয়াসার ‘পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার নির্মাণ (ফেজ-১) (২য় সংশোধিত)’ প্রকল্প বাস্তবায়ন কাজের খরচ বৃদ্ধির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
নাসিমা বেগম জানান, এই কাজে আগে ব্যয় ধরা হয়েছিলো ২২ কোটি ২৬ লাখ টাকা। তিন কোটি ৮৮ লাখ টাকা বেড়ে বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে ২৬ কোটি ১৩ লাখ টাকা।
বৈঠকে ‘ঢাকা ওয়াসার অধীন সাভার উপজেলার তেতুলঝরা ভাকুর্তা এলাকায় ওয়েল্ডফিল্ড নির্মাণ (প্রথম পর্ব) শীর্ষক’ প্রকল্পের জন্য কোরিয়ার প্রতিষ্ঠান হোন্ডো রোটেন কোম্পানির সঙ্গে সরকারের চুক্তিতে অনুমোদন দেওয়া হয়েছে।
এতে ব্যয় ধরা হয়েছিলো ২৯২ কোটি ৮৮ লাখ টাকা। তবে বর্তমানে এটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ কোটি টাকা। ব্যয় বেড়েছে ২১ কোটি ১২ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এমআইএইচ/জেডএস