ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিদ্রোহের আশঙ্কায় রোকেয়া হলের ফি বাড়াননি প্রভোস্ট

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
বিদ্রোহের আশঙ্কায় রোকেয়া হলের ফি বাড়াননি প্রভোস্ট বার্ষিক সিনেট অধিবেশন, ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিদ্রোহের আশঙ্কায় রোকেয়া হলে নবনির্মিত ‘৭ই মার্চ ভবনে’ আবাসিক ফি বাড়িয়ে ইনকাম জেনারেট করতে পারেননি হলের প্রভোস্ট ও সিনেট সদস্য অধ্যাপক ড. জিনাত হুদা।

বৃহস্পতিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বার্ষিক সিনেট অধিবেশনে বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ড. জিনাত হুদা।

উপাচার্যের অভিভাষণের উপর বক্তব্য দেওয়ার সময় ড. জিনাত হুদা বলেন, কেউ কেউ বলেছেন র‌্যাংকিংয়ের কথা, এখানে ছাত্র প্রতিনিধিরা আছেন, কত টাকা টিউশন ফি দেন? কত টাকা টিউশন ফি দেন? আপনারা? আমি যখন ২০০০ সালে লন্ডনে পড়তে যাই তখন টিউশন ফি ছিলো ৮ হাজার পাউন্ড আর এখন অনেক বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার পাউন্ড দিতে হয়।

কিন্তু আমাদের হলে ছেলে-মেয়েরা ৫০ থেকে ১০০টাকা দেয়।

ঢাবির সমাজ বিজ্ঞান বিভাবের এ অধ্যাপক বলেন, এখন উপাচার্য ২০টাকা ৫০টাকা বাড়াক। কোষাধ্যক্ষ ২০ টাকা বাড়াক, পারবে বাড়াতে? ৭ই মার্চ ভবন উদ্বোধন করা হয়েছে। চমৎকার একটি ভবন, ইচ্ছে ছিলো সেখানে কিছু টাকা পয়সা বাড়িয়ে ইনকাম জেনারেট করবো। পারলাম না। বিপ্লব হবে বিদ্রোহ হবে। তাহলে কোথা থেকে টাকা আসবে? আপনারা যে বলেন ইনকাম জেনারেশন, ইনকাম জেনারেশন কোথা থেকে ইনকাম জেনারেশন করবো। এ যে বাস্তবতাগুলো, টিউশন ফি বাড়াতে দেবে না।

এসময় রোকেয়া হলে ৭ই মার্চ ভবন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ